বস্ত্র বর্জন

বস্ত্রাভ্যাস ত্যাগ করা শ্রেষ্ঠ কাজ ভেবে দেখলাম।
এদিকে মহাত্মা এক চর্কাতেই পান যে কৌপিন,
বহু দেশোয়ালি ভাই নগ্ন মনে লাগায় টার্পিন,
চোরাবাজারের লাভ, অত্যধিক আনন্দ আরাম
করেছে আয়েশি পঙ্গু, মন্বন্তরে তাই তো নিষ্কাম;
বস্ত্রের দুর্ভিক্ষে কারু চোখে ভাসে সর্ষপ অথই
চৌরঙ্গীর মিস রিনা লীলাচ্ছলে ন্যাংটো সম্পূর্ণই
বক্ষ উরু পায় তার আর্টিসটিক বিবসনা নাম।

কিন্তু বিবসনা হতে রাজি নয় – এমন অনেক
(আলোকপ্রাপ্তও নয় – তাই তো এ বুদ্ধির বিকার-)
কণ্ঠে দড়ি দিয়া ঝোলে যেন সবে পুতুল সিকার
দুর্ভিক্ষে মরেনি যারা তাহাদেরে মারিছে বিবেক
ভাবিয়া পাই না কিছু অজ্ঞানের কেন এ বিকার
সমাধান হয় যার বস্ত্র ত্যাগ করিলে বারেক।।