কুলি-চালক

কুলি মজুরের গন্ধে বমি আসে, নেপথ্যে তাইতো
কওমের খেদমত করি বসে আরামচেয়ারে
রৌদ্র ও বৃষ্টির ভয়ে নহি আমি যুদ্ধক্ষেত্রে ভীত
আবাল্য মানুষ আমি বৈদেশিক তন্বীর কেয়ারে।
সতত অভ্যস্ত আমি নাছারার বিদেশী থানায়
লাল পানি ইত্যাদিও নহে মোর অবৈধ পানীয়
(মোরে পার্টি দিতে হ’লে কওমের কোন জানাজায়
এসব অপরিহার্য সংগোপনে হে বন্ধু জানিও।)

আমার দারাজ দস্ত সর্ববিধ ঘুষের ব্যাপারে
এ কথা ভাবিয়া পূর্বে কার্যোদ্দেশ্যে এস মোর কাছে,
নেতৃত্ব চালাতে হ’লে মনে রেখ এই কথাটারে
কোন পাপ পাপ নয় সবই ভালো যাতে ট্যাক বাঁচে
যেমন শিকার করে অক্টোপাশ আট বাহুপাশে
সমাজ শুষিয়া নাও সে প্রকার দুরূহ প্রয়াসে।।