নৈরাজ্য

সে রাত্রে দেখেছি এক মরুমাঠ জনশূন্যতার
তুষার মেরুর মত সে মরুতে নাই তৃণদল,
হালকা সুরের রেশ মুহূর্তের আনন্দ উজ্জ্বল
সে বালু-সমুদ্রে যেন ডুবে যায় বুদ্বুদ নিঃসাড়।
প্রতি ক্ষণে শোনা যায় চাপা শ্বাস নৈশ স্তব্ধতার;
সুদীর্ঘ শতাব্দী লুপ্ত মননের প্রচ্ছন্ন অনল
জাগে নাই, রাতে নাই শর্বরীর স্থির তনুতল
আত্মকেন্দ্রিকতা মাঝে চিহ্ন নাই জীবন্ত সত্তার।

আশ্চর্য মৃত্যুর মত সে-জীবন সেই মরু মাঠ
কৃপণ রাত্রির এক মুষ্টিবদ্ধ কুটিল ইঙ্গিতে
অনায়াসে রুধিয়াছে আকাশের সকল কপাট
নিজেকে আবদ্ধ রেখে। নিরাশার কবন্ধ সংগীতে
ক্লান্ত আত্মরতি মগ্ন মরিতেছে ঠুকিয়া ললাট;
পাইনি আঁধারে খুঁজে প্রাণ চিহ্ন সে মৃত পল্লীতে।।