উত্থিতা

জানি জানি ঐ রূপে হে সুন্দরী! চৌরংগী উজালা,
যদিও সে প্রসাধনে আছে জানি প্রচুর ভেজাল,
তবু তুমি ধন্য অয়ি ভাগ্যবতী ভেঙেছ দেয়াল
কাপড়ের স্থূল আব্রু সংকোচ ও শরমের তালা।
তোমাকে দেখিয়া তবে বাজিবে না কেন এ বেহালা
সাম্প্রতিক অতিথির? তাই তারা পথে ক্রমাগত
তোমাকে ঘিরিয়া ফেরে আশ্বিনের কুকুরের মত
মনের মহুয়া সুরা ছেড়ে যায় পুরানো পেয়ালা।

অর্ধ বক্ষ প্রকাশিত, নগ্ন উরু কবির কাব্যে যা
কদাচিৎ দেখা যেত – আজ সেই স্বপ্ন মূর্তিমতী
সহস্র বিশ্রান্ত প্রাণে দেখা দিলে কামনায় ভেজা
স্বাস্থ্যহীনা তবু তুমি বাসনার নির্ভীক সারথি
ফেরালে তিমির যুগ, বাড়ালে এ সভ্যতার গতি
তাইতো বিস্ময়ে দেখি খোড়া টাট্ট কী অমিততেজা।।