ধুয়ে দিলো মৌলির জামাটা

আষাঢ় মাসের সেদিন ছিল রোববার ও মাস পয়লা
তাকিয়ে দেখি দূরের আকাশ ভীষণ রকম ময়লা।
পুব দিকটা মেঘলা রঙের বুকের পাশটা কালচে
পায়ের দিকটা কুঁচকে গেছে একটুকু নয় লালচে।
ধুলোর তলে হারিয়ে গেছে চোখের মতোন নীলটা
দেখাই যায় না টিপের মতো টুকটুকে লাল তিলটা।

আকাশ নয় রে মৌলির জামা তৈরি নরম সিল্কে
দিনভর মৌলি পরেছে ব’লেই দেখাই যায় না নীলকে!
নীল জামাটা ময়লা এখন এ তো মৌলির দোষ না
হঠাৎ আকাশে একটা সাবান উঠলো ছড়িয়ে জোস্না।
আকাশে সাবান ধবধবে গোল দুধের মতোন মিষ্টি
নামলো ঝরঝর নরম নরম রুপোর রঙের বিষ্টি।
চাঁদের সাবান মেখে মেখে ফরশা রুপোর পানিতে
মৌলির জামা ধুয়ে দিলো সাতটি পরীর রানিতে!

ভোর হ’তেই দেখলো সবাই ঝিলমিলঝিল বাতাসে
নীল জামাটা আকাশ ভ’রে উড়ছে বিরাট আকাশে।
সিল্কে তৈরি নীলকে জামা কেমন মিষ্টি নীলটা
পুবের দিকে উঠছে হেসে টুকটুকে লাল তিলটা।