এখানে অনেক গাছ

এখানে অনেক গাছ উঁচু হয়ে উঠে গেছে জলের নিকটে
মাঝে-মাঝে মনে হয় গাছ তারা বটে
মাঝে-মাঝে তবু মনে হয়
একটি নারীর সাথে অনেক দৈত্যের পরিচয়
হয়েছিল এইখানে জলঝাপি নদীটির ধারে
এ-রকম অপোরণীয়ান অন্ধকারে।
বিচার করেছি আমি যেই সব ঢের দিন গ্যাসের আলোকে
পুনরায় আলো হয়ে মানুষের চোখে
জল হয়ে দেখা দেয় নদীর ভিতরে
অনেক দানব… চুপে চেয়ে আছে করুণার ভরে
নির্ভয়ে কুড়ুল নিয়ে দৃঢ় হলে কুয়াশার থেকে ফেঁসে এই সব বন
দেখা দেয় মানুষের এক-জোড়া মনোরম কানের মতন।