সাজিয়ে বলা

তোমার সাজিয়ে বলা
মিথ্যে কথাগুলো বুঝতে পারি,
তবুও লাগে ভালো।
তোমার চুরি করা ক’টা
চিঠিগুলো ধরতে পারি,
তবুও লাগে ভালো।

জেনে-শুনে আমি দিচ্ছি কেন ধরা
তোমার প্রতারণার মায়াজালে,
হয়তো একেই ভালোবাসা বলে।
তাই কি সবাই আমায় বোকা বলে গেল?
তবুও লাগে ভালো।

মিছে-মিছি তুমি করছো কেন খেলা
একটু সরলতার অবকাশে,
এমনি করেই কত আশা দিয়ে।
বলছো শুভ সময় এইতো হয়ে এলো
তবুও লাগে ভালো।

কন্ঠ: রবি চৌধুরী
সুর: প্রণব ঘোষ