পাশের বাড়ির ঐ মেয়েটি

পাশের বাড়ির ওই মেয়েটি বলল সেদিন এই
তুমি ছাড়া এই জীবনে আর তো কিছু নেই
শুধু মালা গেঁথে সময় চলে যায়,
তারে পড়াতে পারি না কিছুতেই।

মনের যত গোপন কথা লিখেছি তারে
সব জেনে তবুও সে কিছু বোঝে না রে
তার কথাতে বন্ধু ভেবে লিখে দিলাম নাম,
লাল খামে ভালোবাসার তাবিজ পাঠালাম।

নতুন করে মনের কথা ক্যামনে তারে কই?
কি কথাতে বোঝাই তারে, আমার প্রথম সেই।

সঙ্গী বলো সাথী বলো সেই যে আমার সই
তারে ছাড়া একলা ঘরে ক্যামন করে রই
চোখের আড়াল হয় যদি সে, কাঁপে আমার বুক,
চিরদিনের সঙ্গী-সাথী সেই যে আমার সুখ।

কন্ঠঃ ইমতিয়াজ বাবু
সুরঃ খায়েম আহমেদ