মাধব বংশীধারী বনোয়ারি গোঠ-চারী

মাধব বংশীধারী বনোয়ারি গোঠ-চারী
গোবিন্দ কৃষ্ণ মুরারি।
গোবিন্দ কৃষ্ণ মুরারি হে,
পাপ-তাপ-দুখ-হারী।।

কালরূপ কভু দৈত্য-নিধনে,
চিকন কালা কভু বিহর বনে,
কভু বাজাও বেণু, খেল ধেনু-সনে,
কভু বামে রাধা-প্যারী,
গোপ-নারী মনোহারি,
নিকুঞ্জ-লীলা-বিহারী।।

কুরুক্ষেত্র-রণে পাণ্ডব-মিতা,
কণ্ঠে অভয় বাণী ভগবদ-গীতা,
হে পূর্ণ ভগবান পরম পিতা,
শঙ্খ-চক্র-গদাধারী,
পাপ-তারী, কাণ্ডারী
ত্রিভুবন সৃজনকারী।।

[ভৈরবী-কার্ফা]
(বনগীতি গ্রন্থের প্রথম খণ্ড হতে সংগৃহীত)