জীবনে সুখ বলে

জীবন সুখ বলে একটা গেইট আছে
তাতে বড় বড় একটা তালা ঝুলছে
বিধাতার হাতে সেই সোনার চাবিটা
কাউকে খুলতে দিচ্ছে
কেউ মাথা ঠুকে মরছে।

দুর্ঘটনা তবু মানুষ বলেই তো
আবার জীবন শুরু হয়।
বারে বারে হেরে গিয়ে তবেই যেন
মানুষেরি জয় হয়।
তবে কিছু লোক বারে বারে হারে কারণ
কাউকে খুলতে দিচ্ছে,
কেউ মাথা ঠুকে মরছে।

প্রতিটি মানুষ শুধু স্বপ্নই দেখে গেল
বাস্তবটাকে বিকিয়ে
আবার বাস্তব থেকে বেশি দূরে সরে গেল
কেউ চাবি দেয় ঘুরিয়ে।
তবে কিছু লোক বারে বারে হারে কারন
কাউকে ঘুলতে দিচ্ছে
কেউ মাথা ঠুকে মরছে।

কন্ঠ ও সুর: আগুন