ভালোবাসা বহুরূপী

ভালোবাসা বহুরূপী
তাকে চেনাতো যায় না,
ভালোবাসার নেই পরিধি
তাকে মাপাতো যায় না,
সে হাসায়-কাঁদায় যখন তখন
কারো জীবন কারো মরণ,
সহজে ধরাতো দেয় না।

কত কাহিনী বানালো সে
গল্প-উপন্যাসে,
কত গানের জন্ম দিলো
সুরের আকাশে,
ভালোবাসার হয় না মরণ
মানে না সে কোন বারণ,
বেঁধে রাখা তাকে যায় না।

কত না জীবন অমর করে
রাখলো ইতিহাসে,
কত জীবন ধন্য হলো
প্রেমের পরশে,
ভালোবাসায় থাকবে গ্রহণ
তবুও সে সুখের ভূবন,
সবার ঘরে সে রয় না।

কন্ঠ: রবি চৌধুরী, সাবা তানি
সুর: প্রণব ঘোষ