কিছুতে যায় না দুঃখ, হৃদয়বেদনা

যা কিছুই দাও এই অনন্ত আকাশ কিংবা
বর্ষার নদী
দাও যতো কিছু মাঘী পূর্ণিমার চাঁদ, রাতজাগা বিরহীর বাঁশি
কিছুই হবে না আর এই ভাঙা হৃদয়ের গান,
আকাশের চাঁদ যদি হাতে তুলে দাও আজ
তাও অর্থহীন ভষ্মরাশি শুধু,
তাও আজ কেবল পাথর, ধু ধু অন্ধকার;
যা কিছুই দাও আকাশের চাঁদ কিংবা পৃথিবীর এই মধুরতা
সমস্তই শীতরাত্রির বিষন্ন কুয়াশা
আমার ভেতরে আমি কান পেতে শুনি সহস্র বর্ষের কান্না, সহস্র
যুগের দুঃখ
আজ যা কিছুই দাও, এই অশ্রু শুকোবে না;
পূর্ণিমানিশির মায়া, মুগ্ধ আলো, অনন্ত শুভ্রতা
যতো কিছু দাও আজ কিছুতেই এই বুক হবে না শীতল
কিছুতেই নিভবে না জ্বলন্ত উনোন।
আজ যা কিছুই দাও চাদ, মেঘ এই পুষ্পশোভা
গন্ধমদির আলোকিত ভোর
এই সুখশয্যা, চন্দন কাঠের বাক্স, দিব্য বস্ত্র,
রাশি রাশি অমূল্য সম্পদ
কোনো কিছুতেই যাবে না বুকের ক্ষত, দুচোখের
অথই বরষা
আজ যা কিছুই দাও সব হেমন্তের খাঁখাঁ ধূসর শূন্যতা
মেঘ কেমন মাধুর্যহীন, চাঁদের কিরণ খরতাপ
কোনো কিছুতেই হৃদয় হবে না কল্লোলিত, হবে না কিছুতে
পুষ্পময় বিরান উদ্যান,
যা কিছুই দাও বিলাসবৈভব, সুখ সফলতা
কিছুতে যাবে না এই গভীর গহন দুঃখ, এই অশেষ অপার ক্লেশ
হদয়বেদনা।