হরেক রকম দিন

হরেক রকম দিন কাটিলো
দিন কাটিলো মনও রে,
আপন সুখে রইলা বিভোর
স্বার্থ মগন হইয়া রে।

সকাল-দুপুর লাভের খাতায়
লিখছো কত হিসাব রে,
লোভের ঘরে রইলা বন্দী
জীবনটা তাই ফাঁকি রে।

জনম নিলা মানুষ হইয়া
জীবন বৃক্ষের ছাঁয়াতে,
উড়াল দিলা ভোগের ডালায়
ক্ষুদ্র সুখের মায়াতে।

স্বার্থ-কাতর মনটা পাথর
নাক উচায়া রইলা রে,
লোভের ঘরে রইলা বন্দী
জীবনটা তাই ফাঁকি রে।

পথের ধারে থাকে পড়ে
অনাথ শিশুর কঙ্কাল রে
কে বা মাতা কে বা পিতা
আকুল আকাশ কান্দে রে,
চাঁদের পানে রইলা চাইয়া
না চিনিলা নিজেরে।

কন্ঠ ও সুর: মাহমুদুজ্জামান বাবু