মীরাবাঈ

মীরাবাঈ,
হেইলা, দুইলা, হেইলা, দরবার নাচায়।

ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা
দেহ দোলানা,
মন বলে মন বলে মন বলে
দেহ ঝোকা না।

বাঁকা ঠোঁটের হাসিতে
হরিণী চোখের ইশারায়,
সারা অঙ্গে ঢেউ তুলিয়া
থমক থমক কোমর দোলাইয়া।

বুনো ফুলের সুবাসে
বিরহী মনের কামনায়,
সারা জলসায় মাতম উঠাইয়া
ঝনন ঝনন ঘুঙুর বাজাইয়া।

কন্ঠ ও সুর: ফারুক মাহফুজ আনাম জেমস
কথা: মেছের মণ্ডল, মারজুক রাসেল
(বিঃদ্রঃ মেছের মণ্ডল সম্পর্কে সঠিক কোন তথ্য সংগ্রহ করা সম্ভব হয় নি।)