তুমি আজ কথা দিয়েছো

তুমি আজ কথা দিয়েছো, বলেছো
ও দুটি মন ঘর বাধবে।
তুমি আজ কথা নিয়েছো, জেনেছো
ও দুটি মন ঘর বাধবে।

তুমি আজ কথা দিয়েছো, বলেছো
ও দুটি মন ঘর বাধবে,
একাকী জীবনে তুমি আসবে।

তুমি আজ কথা নিয়েছো, জেনেছো
ও দুটি মন ঘর বাধবে,
একাকী জীবনে তুমি আসবে।

পান্থ পাখি নীড়ে, আসবে বুঝি ফিরে,
শান্ত পৃথিবীতে, থাকবে তুমি সাথে।।
গোধূলির মায়াতে, দুটি প্রান
ভালবেসে আলো জ্বালবে।

স্বপ্ন আশাগুলো, পাঁপড়ি মেলে দিলো,
স্বর্গ হাতে এলো, সুখ যে সাথী হলো।।
জীবনের সাজানো, খেলাঘর
হাসি গানে ভরে উঠবে।

কন্ঠঃ এন্ড্রু কিশোর, রুনা লায়লা
সুরঃ আলম খান