জীবনের কত পথ

জীবনের কত পথ অচেনা
তবু এই পথ চলা অবিরাম,
জীবনের কত গান বেসুরো
তবু এই গান গাওয়া অবিরাম,
কত পথ অচেনা, কত গান বেসুরো
তবু এই গান গাওয়া অবিরাম।

অজানা অচেনা এক নতুন ভোরে
কুয়াশার চাদরে ঢাকা পথ,
মাছ রাঙা পাখি হয়ে উড়ে যায়
তবু কেন এই মন অশান্ত।

আঁধার ঘিরে আছে চারিদিকে
জোনাকীর আলো জ্বলে না,
অনিমেষ চেয়ে থাকি আলোতে
তবু এই চোখে কেন আলো নেই।

কন্ঠ: আগুন
সুর: বাপ্পা মজুমদার