কৃতদাস

জড়িয়ে আছে অক্টোপাস
কৃতদাস, কৃতদাস,
রক্তচোষার ঘরে বারো মাস
নিজের অজান্তে সে বা দাস।

হতে পারেন ডাক্তার,
হতে পারেন ইঞ্জিনিয়ার,
হতে পারেন অধ্যাপক,
কিংবা বেচারা স্কুল শিক্ষক।

স্বাধীনতা সাম্য ন্যায়-নীতি
এসবের প্রতি থাক প্রীতি।

হতে পারেন বুদ্ধিজীবি,
না হয় সোহাগী বটের বিবি,
তেজী তরুন, রাগী কবি
কিংবা আঁকিয়ে আকেন ছবি।

হতে পারেন যদু-মধু,
রহিম করিম কিংবা গেদু,
মন্ত্রী অথবা উপ-মন্ত্রী
হতে পারে রাষ্ট্রপতি।

দাঙ্গা পুলিশ আর আর্মিম্যান,
হাতে রাইফেল বেয়নেটসেন,
গলায় শিকল তার অলিখিত দাস,
কৃতদাস, কৃতদাস।

হতে পারেন বুদ্ধিমান,
হাবা হাঁদা-রাম ভাগ্যবান,
হতে পারেন অভিনেতা
কিংবা কোন নেতার হোতা।

হতে পারেন তুখোড় গায়ক
সস্তা ছবির ব্যস্ত নায়ক,
গলায় শিকল তার অলিখিত দাস,
কৃতদাস, কৃতদাস।

কন্ঠ: বাপ্পা মজুমদার
সুর: সঞ্জীব চৌধুরী