রানী ঘুমায়

সোনার খাটে মাথা যে তার
রূপোর খাটে পা,
রানী ঘুমায় ভর দুপুরে
কাথাঁয় মোড়া গা।

একটুখানি হিমেল বাতাস
অঙ্গে যে সয় না,
উঠোন ভরা শুকনো পাতা
উঠোনে রয় না।

রানীর চোখে স্বপ্ন জুড়ায়
চেনাজানা মুখ,
উঠোন ভেঙ্গে উঠছে ঘরে
চেনা লোকের চোখ।

চেনা লোকের চোখ ভোলাতে
কাঠে খোদাই করা,
কাঠের চোখে পোকায় কাটে
সাত’শ দিনের মরা।

নদীর বুকে ভরা জোয়ার
ময়ূরপঙ্খী নাও,
কোথায় যেন হারিয়ে গেছে
লক্ষীগড়ন পাও।

সময় গড়ায় বাড়ছে বেলা
রানী অভিমানী,
ঘুমিয়ে থাকে আমরা কেবল
কালের জোয়াল টানি।

কন্ঠ: বাপ্পা মজুমদার
সুর: সঞ্জীব চৌধুরী