বসন্ত শেষ হয়ে গেলে

বসন্ত শেষ হয়ে গেলে পাখিরা যাবে চলে
হাওয়ায় চুল খুলে পালকিতে দুলে দুলে
সোনার বরণ মেয়ে, তুমি আমার কাছে এসো ফিরে।

বুকভরা অভিমান বুকে নিয়ে তুমি
ভুলটাকে ভুল করে ভুল বুঝে তুমি
চলে যাবে যদি কেন কাছে এলে তুমি
এ বেলার বেলা যায় ও বেলার ধারে।

নতুন নতুন সব বন্ধু পেয়েছো
পুরনো এ মুখটাকে আড়াল করেছো
ভুলতে গিয়েও কেন আবার ডেকেছো
ফিরে আয় ফিরে আয় গানভাঙা ঘরে।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস