দোটানায়

শহর থমথমে একা একা পথ হাঁটে
যেখানে সন্ধ্যা নামে সেখানেই রাত কাটে।

ভাঙা দেয়ালে ঝুঁকে কেন সে দাঁড়িয়ে থাকে
কী তার হারিয়ে গেছে, বলবে সে কার কাছে
কেউ কি লিখেছে চিঠি খোলা আকাশের খামে!
কেন সে কথায় কথায় কেন সে অসাবধানে
আলোর আকুলতায় রাতকে কাছে টানে
কেউ চলে অবিরাম কেউ বা একটু থেমে।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস