রিপোর্টার

যেখানে যা কিছু ঘটছে
যেখানে প্রাণ জেগে উঠছে আবার ডুবে যাচ্ছে
যেখানে উৎসব আর হুল্লোড় আর আনন্দেতে ভাসছে
যেখানে আলোর আকুলতা যেখানে অসহায় মানবতা
সবখানে আমি আছি তোমাদের কাছাকাছি।

যেখানে আঁধার এসে নামছে আর কান্নায় ভেঙে পড়ছে
যেখানে আলোয় ভরা জীবন নিয়ে নতুন ঘর বাঁধছে
যেখানে ভাঙন থেকে কান্না থেকে ক্রোধ ফেটে পড়ছে
আমি জীবনের ঝুঁকি নিয়েও থাকি খবরের কাছাকাছি
সবখানে আমি আছি তোমাদের কাছাকাছি।

যেখানে দাউদাউ দাবানলে পুড়ে সব ছাই হয়ে যাচ্ছে
যেখানে হিংসা হানাহানি রক্তের ছবি আঁকছে
যেখানে বোমা আর ককটেলে
খেটে খাওয়া মানুষের প্রাণ ঝরছে
সবখানে আমি আছি তোমাদের কাছাকাছি
জীবনের ঝুঁকি তবুও থাকি খবরের কাছাকাছি।

আমার নেই কোনো কাঁটাতার, ঘটনা যেখানে স্রোতের টানে
শিশিরে শ্রাবণে ঝড়ে ও তুফানে পৌঁছে যাচ্ছি তরিৎ সেখানে
দিন রাত একাকার
আমি সে রিপোর্টার আমি সেই রিপোর্টার।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস