সকাল বেলার পাখি

আমার সকালবেলার পাখি দেখা হলে বলিস তাকে
শুধু কিনার ছুঁয়ে ছুঁয়ে আমি কেমন ক’রে থাকি।

কেন এমন ক’রে টানে কোনো ভুলে যাওয়া গানে
আমার স্বপ্ন গেরস্থালি তবু একলা লাগে খালি
আমার মাঘনিশীথের পাখি দেখা হলে বলিস তাকে
শুধু রাতের তারা গুনে আমি কেমন ক’রে থাকি।

এমন হৃদয়ভরা বান এমন খোলা আসমান
একটুকরো চাঁদের ফালি, জমে চোখের নিচে কালি
আমার মায়াবতী পাখি দেখা হলে বলিস তাকে
নেহাৎ মনখারাপের রাতে আমি কেমন ক’রে থাকি।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস