আমি আকাশ হবো

যদি আকাশের নীল
বেদনা ছঁড়ায় তোমার বুকে,
যদি সাগরের জল ধরে রাখো
ঐ দু’চোখে।

আমি আকাশ হবো, আকাশ হবো
আকাশে ওড়াবো তোমাকে,
আমি সাগর হবো, সাগর হবো
সাগরে মেশাবো তোমাকে।

নীল বেদনা ঐ নীল সাগরে
ছঁড়িয়ে দিয়েছো প্রতিক্ষণে,
কত যে চেনা আকাশের সীমানা
তবু বিষাদের জল আঁখিকোণে।

আমি বিষাদ হবো, বিষাদ হবো
বিষাদে ডোবাবো তোমাকে,
আমি রোদ হবো, রোদ হবো
রোদেলা সুনীল আকাশে।

এখনও রাতে জোছনারই স্রোতে
ভেসে যাই আমি অবিরত,
জানতে কি চাও কখনোও তোমাকে
ভালোবেসেছি যে আমি কত।

আমি জোছনা হবো, জোছনা হবো
ভরা জোছনার এ রাতে,
আমি তারা হবো, তারা হবো
তারা ভরা জোছনা রাতে।

কন্ঠ: ফাহমিদা নবী
কথা ও সুর: সাঈদ হাসান টিপু