বিধি তোমার কেমন খেলা

বিধি তোমার কেমন খেলা
প্লাবন জলে আগুন লাগে,
আকাশ ভরা গজব দিলায়
ক্ষুধার জ্বালায় মানুষ কাঁদে।।

আর্তনাদের করুণ সুরে
পল্লী মায়ের হৃদয় ফাঁটে।।
সবুজ বাংলা সবুজ নাইরে
অথৈ জল আজ মাঠে-ঘাটে।

বৈনের আঁচল কাইড়া নিছে
জলোচ্ছাসের ঘোলা জলে।।
সর্বহারা কইরা দিছে,
এক রাতেরই ঘূর্ণিঝড়ে।

কন্ঠঃ সাঈদ হাসান টিপু
কথাঃ জানা যায় নি
সুরঃ অবসকিওর