ছাইড়া গেলাম মাটির পৃথিবী

ছাইড়া গেলাম মাটির পৃথিবী,
জীবন খেলায় হারাইলাম সবই।
বুকে জমাট বাঁধা অভিমান,
কি নিঠুর এই নিয়তির বিধান।

রক্তে আমার মিশশা ছিল সুরেরই ছোঁয়া,
হৃদয় দিয়া বাইয়া গেসি সংগীতের খেয়া।।
আশায় আশায় কাটল জীবন ঘোর,
পার হইনাই তবু সুর সাগর।

কিসের আশায় মন সঁপিলাম সুরেরই মেলায়,
কি পাইলাম আর কি হারাইলাম সংগীতের খেলায়।।
কাইন্দা কাইন্দা বলে আমার মন,
ভাঙল কেন সুরেরই স্বপন।

সাদা কাফন পইরা গেলাম আন্ধার কবরে,
রাইখা গেলাম আমারই গান তোমাদের তরে।।
আমায় মনে রাইখো চিরদিন,
রঙ্গিন নেশায় কইরো না বিলীন।

কন্ঠঃ সাঈদ হাসান টিপু
কথাঃ সাঈদ হাসান টিপু, সোহেল আলম চৌধুরী
সুরঃ অবসকিওর