অবিরাম বরষার

অবিরাম বরষার কান্না শুনি
প্রাণে বাজে নুপুরের রিনিঝিনি।
এমনই রাতে তোমারই সাথে
মনে হয় বলা যায় না বলা কথা
ক্লান্ত দু’চোখ শ্রান্ত বুকে
জমে আছে কত স্মৃতি কত যে ব্যাথা।

বিরহী এমন প্রেমের অনলে
জ্বলে-জ্বলে পুড়ে গেল সারাটা জীবন,
এই আমি আছি শুধু তোমারই পাশে
প্রতিটি শ্বাসেতে আছি তোমাতে মিশে।

মায়াবী আকাশ উদাসী বাতাস
কানে-কানে বলে গেছে তোমারই কথা,
এমনই রাতে যদি হাতে রাখো হাত
মুছে যাবে ব্যাথা যত হৃদয়ে গাঁথা।

এমনই রাতে তোমারই সাথে
মনে হয় বলা যায় না বলা কথা,
বিবাগী মনে তোমারই সনে
চুপিসারে জমে আছে কি ভালোবাসা।

কন্ঠ: সাঈদ হাসান টিপু, তোনি
সুর: সাঈদ হাসান টিপু