পোড়া চোখে

পোড়া চোখে ঘুম আসেনা
কিছুতেই মন বসেনা,
যতদূর চোখ যায়
ততদূর দেখি বাংলার রূপ।

চারিদিকে দেখি ভূবন
বাংলার সবুজ আঁচল,
প্রাণে-মনে বাতায়নে
বয়ে যায় ঝোড়ো হাওয়া,
পর্দা উঠে দুলে
স্মৃতির দুয়ার খুলে,
পরবাসে গেছে সুখ
মনে পড়ে তোমার মুখ।

জ্বলে ওঠে ধ্রুবতারা
মন আজ বাঁধনহারা,
মন কেমন কেমন করে
স্বপনে-চয়নে মননে-মননে,
লাগে স্বরণেরই দোলা
মন কেমন কেমন করে,
মন কেমন করে ন-য়-ন-ও ভাসে
স্বজল অশ্রু জলে।

দেহে-মনে অন্তরে বেদনা বাঁধে বাসা
মিথ্যে মিথ্যে ভালোবাসা,
মিথ্যে সকল আশা
আ হ্ হা হা হা।

কন্ঠ ও সুর: ফারুক মাহফুজ আনাম জেমস