স্বপ্নে

কখনও দেখেছো স্বপ্নে, এ সবের অনেক দূরে
যেখানে বাতাস বিশুদ্ধ, ছেলেমেয়ে খেলা করে
জীবন শুধুই আনন্দ, কোলাহল সব নিস্তব্ধ।

গতকাল থেকে, গতকাল থেকে অনেক দূরে
আগামীতে পৌঁছার আগে, সেখানে সময় অসীম।

কখনও দেখেছো স্বপ্নে, এ সবের অনেক দূরে
যেখানে বাতাস ভাঙে না, ভাঙে না কারো ঘর
জীবন শুধুই আনন্দ, কোলাহল সব নিস্তব্ধ।

একটা হারানো, হারানো দিগন্ত পাবার আশায়
একটা হারানো দিগন্ত, যেথা কোলাহল সব নিস্তব্ধ।

কন্ঠ ও সুর: শাফিন আহমেদ