ছোট্ট মেয়ে দীপিতা

ছোট্ট মেয়ে দীপিতা রোজ
ঘুমায় বেশি, জেগে থাকে অল্প।
হাত-পা নাচায়, ও আঁ করে,
চায় না শুনতে ছড়া কিংবা গল্প।

চাঁদের টুকরো দীপিতা চায়
মায়ের কোলে অস্টপ্রহর থাকতে।
খায় না কোনো শক্ত খাবার,
পারে একটু ডিমের কুসুম চাখতে।

দীপিতা তার দাদাভাইকে
দেখে ভাবে, কেমনতরো লোকটা?
ছোট্ট মেয়ে জানে না তো
দাদুর এমন ছড়া লেখার ঝোঁকটা।

নয়না ওর মিষ্টি আপু,
প্রথম শ্রেণীর শান্ত ভালো ছাত্রী।
বইয়ের বোঝা টেনে টেনে,
লেখাপড়ায় দিন হয়ে যায় রাত্রি।
দীপিতা রোজ থাকে মজায়,
হয় না ওকে নিত্য অঙ্ক কষতে।
ছাত-পা নাচায়, হাসে কাঁদে,
টিভি ছেড়ে হয় না পড়তে বসতে।
ছোট্ট মেয়ে দীপিতা রোজ
আদর কুড়ায় ছোট বড় সবার।
ঘুমায় যখন মায়ের পাশে,
স্বপ্ন দ্যাখে নীল পরীদের সভাব।