দীপিতা আর মেঘ

দীপিতা রোজ দূর আকাশে
দেখে কত্ত মজার খেলা।
দেখে ওই তো যাচ্ছে ভেসে
আপন মনে মেঘের ভেলা।
কখনও ফের মেঘের কোলে
উঠছে দুলে ছোট্ট মেয়ে
রাঙাপাখার পাখি হেসে
দেখছে তাকে চেয়ে চেয়ে।
ওই যে মেঘে যাচ্ছে মেয়ে,
বলতো তোরা যাচ্ছে কে রে?
ডাকছে তাকে ভালবেসে
দীপিতা হাত নেড়ে নেড়ে।

দীপিতা মেঘ-পরীর কাছে
বলছে, ‘ওকে যাও না রেখে।
খেলার সাথী হবে আমার,
করবো আদর কাছে ডেকে’।

মেঘ-পরীরা যায় ভেসে যায়,
মেঘলা পুরীর মেয়ে ভাসে।
দীপিতা মন খারাপ করে-
কোলের মাটির পুতুল হাসে।