দীপিতার পুতুলের বিয়ে

ছোট্ট আমার দীপিতার আজ
পুতুল মেয়ের বিয়ে।
বিয়েতে আসবে বাজনা বাজিয়ে
কবুতর আর টিয়ে।

পুতুল মেয়েকে সাজিয়ে দীপিতা
পোলাও রান্না করে।
বরযাত্রীরা কোরমা, কবাব
খাবে ঠিক পেট ভরে।

রান্না বান্না শেষ হয়ে যায়,
এলো যে সাঁঝের বেলা।
দীপিতা জপছে মনে মনে শুধু-
বিয়ে নয় ছেলে খেলা।

দীপিতার এই মনোভাব দেখে
ছোটে বান্ধবী তার,
ছুটে গিয়ে কাছে বাড়ি থেকে আনে
বরকে পরিয়ে হার।

ছোট্ট আমার দীপিতার মুখে
ফুটে ওঠে রাঙা হাসি।
ছোটদের সেই খেলার আসরে
বাজলো বিয়ের বাঁশি