ফুটবল

চামড়া দিয়ে তৈরি জিনিশ
ফুটবলটা গোলই বটে।
ছোট্ট জিনিশ, সুনাম তার
দুনিয়া জুড়ে রটে।

দুনিয়া নিজে বলের মতো
দেখতে গোলাকার।
চাঁদের রংটি শাদা, মুখটি
বলের মতোই তার।

এক বল নিয়ে দুটি দলের
বাইশ জনার খেলা।
সবাই জানে খেলার মাঠে
হাজার লোকের মেলা।

জালের ভেতর বল ঢুকলেই
সবাই চ্যাঁচায় ‘গোল’।
সমর্থকের খুশির চোটে
বাজতে থাকে ঢোল।
এই জগতের অনেক কিছুই
এক ধরনের খেলা।
বেঁচে থাকার লড়াই, মরা,
ছড়া লেখাও খেলা।

ফুটবলে ভাই ছড়ার মতো
মজার ছন্দ আছে।
বলটা দেখি পায়ে-পায়ে
এবং মাথায় নাচে।