বললে আমি যাই

বললে আমি যাই, পড়লো তারা খসে
কেন এমন ক’রে এসে চলে যায়
যদি কাজের ফাঁকে সময় করতে পারো
ইচ্ছে যদি করে আবার দেখা কোরো।

নিয়ম মেনে চলা তোমার জন্য নয়
তোমার অবেলা নিয়ে আমার যত ভয়
আসা-যাওয়া করলে শুধু থাকলে না একবারও
ইচ্ছে যদি করে আবার দেখা কোরো।

নদী গেছে মরে এখন শুধু বালি
পেতাম মুঠো ভ’রে তখন, এখন দু’হাত খালি
দু’হাতে ফাগুন নিয়ে থাকি তারপরও,
ইচ্ছে যদি করে আবার দেখা কোরো।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস