তখন ভোর বেলা

তখন ভোর বেলা
সবাই ডাকলো আমায়,
খাঁচার আঁধার ভেঙে
যেখানে বাঁচার আশ্বাস দেয়,
আলোর আকাশ।

ঐ বিশাল উপুড় করা
গভীর নীলে,
কি গভীর নীলে
সাগর…

যেখানে ঘুড়ির মতন
কাত হয়ে কেটে চলার স্বাদ,
কি নরম রূপালী ডানা।

যেখানে ঘন ঘন
দুলিয়ে দুলিয়ে হাত শিশুর মতন,
হাতছানি দেয় কৃষ্ণচূঁড়ার
নিবিড় সবুজ পাতা।

চিড়ল চিড়ল কারুকাজ করা
ছুরির ফলার মতন,
পল্লবিত মাথা নেঁড়ে ডাকে
নারকেল বন।

সবাই ডাকলো আমায়
বললো বাঁচো,
প্রাণভরে শ্বাস নাও
এ সবই তোমার।

কন্ঠ ও সুর: বাপ্পা মজুমদার