এখানে এখনো বৃষ্টি

এখানে এখনো বৃষ্টি
ডায়েরীর পাতা ছেঁড়া,
স্বপ্নের বধূ রাত
মিলেছে কান্না বিহারী।

শুধু তোমার জানালা জুঁড়ে
ধমকে দাঁড়ানো,
এক জোঁড়া চোখ
কি যে মিষ্টি।

ডানা ভাঙ্গা পাখিটির বিরহের কবিতা
কখনো কেউ পড়েনি,
সে শুধু আনমনে
একা একা ভেঙে যায়।

কেউ কারো কথা রাখেনি
যেন সুদূর পাহাড় থেকে গড়ানো,
পাথর বেয়ে বালুকা বেলায়
অনাসৃষ্টি।

কন্ঠ: বাপ্পা মজুমদার
সুর: ফুয়াদ নাসের বাবু