জলের কণা

জলের কণা জলে পড়ে টুপ
কার পৃথিবী লয় হয়ে যায়,
কোন পৃথিবী লয় হয়ে যায়,
চোখের জ্যোতি চোখ ছুঁয়ে যায়
আমরা দু’জন চুপ।

বাঘের ঘরে খোগের বাসা
নিত্য খোগের যাওয়া আসা,
কাঁগের তাতে কি?
কোন শাপে কোন গ্রহের দোষে
সুখের ডানা পড়লো খসে,
খোঁজতো রাখিনি।

ঠোঁট যখন ঠোঁট ছুঁয়ে যায়,
চোখের জ্যোতি চোখ ছুঁয়ে যায়,
কার পৃথিবী লয় হয়ে যায়
আমরা দু’জন চুপ।

কন্ঠ ও সুর: বাপ্পা মজুমদার