স্বর্ণচাঁপার ঋতু

যখন দেখা হওয়া উচিত ছিলো,
তখনই দেখা হলো না।
এতদিন পরে আবার স্বর্ণচাঁপার ডালে
সেই সব পুরনো ফুল ফিরে এসেছে।

শেষ বসন্তের উষ্ণ বাতাসে
উঠোনে ঝরে পড়ছে
অস্পষ্ট গন্ধ ভরা হাজার হাজার ফুল।

একটা স্বর্ণচাপার গাছে কত ফুল হয়,
কেউ কি কখনো হিসাব রেখেছে।
কেউ কি কখনো খেয়াল করেছে
কোনো এক স্বর্ণচাপার সৌরভময় ঋতুতে
তোমার সঙ্গে আমার দেখা হওয়া উচিত ছিলো।