কাঠ

সুপুষ্ট মুর্গার রানে একচেটে অধিকার হেতু
নধর মসৃণ তনু চিক্নার বিপুল সম্ভারে,
তালাক ও নেকাহের পরিচিত সুপ্রাচীন সেতু
ভাঙে গড়ে তোমাদের পরিমিত বাক্য ব্যবহারে;
উর্দু জবানের খোপে বোম্বাই বিহারী হাজীদল!
সামাজিক দুর্বলতা জানা আছে কোথায় কতটা,
জানো কোন্ কুম্ভীরাশ্রু সমাজকে করেছে বিকল
ওয়াজ ম’ফিলে তাই ঘন ঘন শ্রাবণের ঘটা।

সমাপ্তি অবশ্য রানে। কেতাবের যে মুখস্ত বুলি
কণ্ঠস্থ, অবশ্য তার অর্থাগমে নাই প্রয়োজন,
বাহিরে আসে না অর্থ, যতই কর না ঝোলাঝুলি
ইচ্ছামত বদলায় যেথা সেথা কেতাবী ভাষণ;
স্বগোত্রের বৃদ্ধি হ’লে মনে জাগে স্বতঃই অসূয়া
কেননা রয়েছে শংকা: পাছে কমে মুর্গীর সুরুয়া।।