সামাজিক

অনেক পুরুষ-বেশ্যা (ক্ষমা কোরো ব্যাকরণ ভুল)
সমাজের সেরা রত্ন স্ফীত বুকে চলে সগৌরবে,
যাদের বন্দনা গানে বহু দাস নেড়েছে লাঙুল,
যাদের রুপার স্তূপে চাপা আছে আইন নীরবে
যাদের সাক্ষাৎ মেলে সভাস্থলে বিশিষ্ট আসনে
ধর্মধ্বজী সমাজের যাবতীয় প্রত্যক্ষ ব্যাপারে
দুষ্টেরা তটস্থ থাকে যাহাদের শাণিত শাসনে
তাদিকে’ নিশীথ কালে লুক্কায়িত কাশ্মীরী র্যাপারে

দেখিয়াছি আড্ডা দিতে বহুস্থানে সমগোত্রীয়ার
চিহ্নিত নরকালয়ে (তন্বী স্বপ্ন বাঁধা বাহুপাশে)
রাত্রিশেষে পায় তার পদনিম্নে সম্মানসম্ভার
নরকবাসিনী যাহা পায়নাকো আপ্রাণ প্রয়াসে
তার জন্য দুঃখ নাই, চাই না বীরের পরাজয়
(পুরুষ-বেশ্যার নামে সমাজের চোখে জল আসে)।।