যাও হেলে দুলে এলোচুলে কে গো বিদেশিনি

পুরুষ: যাও হেলে দুলে এলোচুলে কে গো বিদেশিনি
কাহার আশে কাহার অনুরাগিনী।
স্ত্রী: আমি কনক চাঁপার দেশের মেয়ে
এনু ঊষার রঙের গান গেয়ে
আমি মল্লিকা গো পল্লীবাসিনী।
পুরুষ: চিনি চিনি ওই চুড়ি কাঁকনের রিনিকি রিনি
তুমি ভোর বেলা দাও স্বপনে দেখা।
স্ত্রী: তোমার রঙে কবি আঁক আমারি ছবি
তুমি দেবতা রবি আমি তব পূজারিণী।
পুরুষ: এসো ধরণীর দুলালী আলোর দেশে
যথা তারার সাথে চাঁদ গোপনে মেশে
স্ত্রী: আনো আলোক তরী আমি যাই গো ভেসে
দ্বৈত: চলো যাই ধরণী ধূলির ঊর্ধে
পুরুষ: যথা বয় অনন্ত
স্ত্রী: প্রেম মন্দারিণী
পুরুষ: যথা বয় অনন্ত
দ্বৈত: প্রেম মন্দারিণী॥