নিদ্রার কোরাস

এতো নিদ্রায় আচ্ছন্ন আমি, কিন্তু নিদ্রাহীন তৃষ্ণার
তিমিরে;
আত্মার আহত শব্দ নিদ্রার ভিতরে শুধু বেজে যায়,
এই নিঃশব্দ তুষারপাত, শৈত্যপ্রবাহ নিদ্রাপুরীজুড়ে
নিদ্রিত মানুষ তৃষ্ণার্ত হরিণের মতো পান করি পৃথিবীর
সমস্ত নদীর জল,
কষ্টে ক্লান্তিতে ছুটে যাই মুক্ত মরূদ্যানে;
নিদ্রাগ্রস্ত তন্দ্রাতুর কূল আর পায় না কোথাও, শুধু ভুল
দিক, ভুল জলপথ
এই আর্তনাদ করুণ ক্রন্দন,
নিদ্রার ভিতরে এতো স্বপ্নের সুপ্ত বিভীষিকা, মৃত সব
দেহের কংকাল
এই কুটিল কপট নিদ্রা, নিদ্রাহীন নিদ্রার ভ্রমণ।
নিদ্রার ভিতরে কেন কলরব, কেন শিকারীর উদ্যত
জ্বলন্ত চোখ,
নিদ্রার ভিতরে কেন ক্ষুধা ও পিপাসা, কেন নিদ্রাহীন
নিদ্রার কোরাস, রণবাদ্য,
তাহলে ঘুমাবো কেন, ঘুমাতে যাব কেন?