সাধ-আহ্লাদ

পাহাড়ের করিডোর দিয়ে শুঁয়োপোকার মতন
এক একটা শীতার্ত বাস চলে যাচ্ছে শ্রীনগর।
চলো যাই
অবাক দু’চোখে দেখি ভূস্বর্গ সুন্দরী।

চলো যাই,
অন্ধকার বানিহাল টানেল পেরোই
ঈশ্বরের হাতে বোনা দেবদারু বাগান পেরোই।
গড়ানো মাটির
গা ঘেঁষে নামছে জল
পাথরের পথ বেয়ে সেই জন কোন পথে যায়, জানো?
চলো যাই, দেখি
দল বেঁধে হেঁটে যাওয়া, হাতে নিভৃত আঙরার ঝুড়ি

ওইসব চমৎকার কাশ্মীরি যুবক।
ডাল লেকে শিকারা লেকে চাও যদি।
চারদিক ধু ধু সাদা
বরফনগরী জুড়ে পারি তো উৎসব করি, সুখের সবুজ
দু’পশলা ছড়িয়ে ছিটিয়ে ইচ্ছে করে সাজাই শীতের গুলমার্গ।

চলো যাই, একদিন আবার হারাই।