কলস ভাসিয়ে

প্রবল স্রোতের কাছে গিয়েছিলো কাল
কলস ভাসিয়ে তীরে দাঁড়াল যখন
কেমন আলতা রঙে হলো লালে লাল
বধির অধীর পানি। সাপের মতন।

ছল ছল শব্দ করে ফণা তুলে আসে
সবল জানুর নীচে শীতল মদির
ছোবল হানতে চায়। চটুল বাতাসে
ফোটায় তরল হাসি অতল নদীর।

ঘট ভরে ঘরে ফেরা পিছে রেখে গাঙ
অবশ ঊরুতে তার ঝরে টস টস
চেয়ানো পানির ফোঁটা। চুড়ি টুং টাং

বাজে আর ছলকায় সজল কলস।
আশেপাশে রাতে আসে কাজল, করুণ
পায়ে তার মল বাজে চলার দরুন।