রক্তের দিকে

মিথ্যায় প্রসন্ন হলে, বলতাম, দেখেছি আমিও
সে অক্ষয় উজ্জ্বলতা, অলৌকিক স্পর্শের অতীত;
অইতো মহান তিনি, নিরুপম, পরম সুন্দর
আমার সম্মুখে অই অবিশ্বাস্য তৃষ্ণাতাপহীন
বর্ণহীন নির্বিরোধ, বলতাম পেলাম প্রথম
অসাধ্য যা চিরকাল অগোচর অসহ্য গোপন
আমার অঙ্গনে একি আলোময় অকথ্য পুলক-
মিথ্যায় অভ্যস্ত হলে এই মত বলা কি যেত না?

বুঝিবা অদৃশ্য ছাড়া কিছু নেই প্রত্যক্ষ গোচরে
অভয়ের মতো আমি মুখচ্ছবি দেখিনি অন্তত
কৃপাহীন দীর্ঘশ্বাস আদিগন্ত শুন্যতা ব্যাদান
করে আছে চিরকাল, আয়ুষ্কাল গ্রাস করে আছে
একটি অমোঘ প্রশ্ন, যেন কার অব্যর্থ শায়ক
ছুঁড়েছে রক্তের দিকে লক্ষ্য মাত্র আমার শরীর।