শরীর থেকে মা’র

পালাতে চাই, লুকাতে চাই চোখ
তোমার বুক তোমার কন্দরে
জাহাজ ভরা বয়েছি যত শোক
ভিড়াবো এই ক্ষুদ্ধ বন্দরে।

স্বদেশভূমি, তুমি, তোমার নাম
শুনেছিলাম মাংস থেকে মা’র
ফাটিয়ে দিয়ে শহর ঘর গ্রাম
আমরা ক’টি পুত্র কানু পা’র।

শবরী পা’র চোখের মতো শ্যাম
গভীর ঘাসে রাখতে দাও মা
আমার নাম, আমার পরিণাম
ছিন্ন করে নিজেকে শতধা।

হতাশা কই? হতাশ নইতো
হতাশা আজ বাতাসে মেলে ধরি
এখনও বয়, যেমন বইতো
গুপ্ত লাল তপ্ত নির্ঝরই।