তৃষ্ণার ঋতুতে

শুধু কি ধুলোর পথ? কতদূর যাবো আর হেঁটে
এও তো রৌদ্রের দিন ঝকমকে পিপাসার ঋতু
জীবিকাবিজয়ী প্রাণ আজ যেন মনে হলো ভীতু
বিন্দুও পাবে না আর ব্যর্থ জিভে জলপাত্র চেটে।
মায়ের দেহের মতো চিরচেনা এই সে শহর!
জলসত্র খুঁজেছি তো পাইনি সে কুম্ভভরা জল
পাইনি মেঘের মূর্তি যার পায়ে বেজে ওঠে মল
বৃষ্টির শব্দের মতো, হাঁস যার কাঁপায় প্রহর।

জীবিকাবিজয়ী দেহে কোন ঘরে দাঁড়াবোরে আজ
কাকের ধূর্ততা নিয়ে ফিরেছি তো এখানে ওখানে
খুঁজেছি জলের কণা থর থর ধুলোর তুফানে
এখন বুঝেছি মানে- এও এক নারকী সমাজ;
জলসত্র নেই কারো এই শেষে মেনে নিলো মন
ধুলোকে এড়িয়ে আর কারো ঘরে যাবো না এখন।