ছবি

আরো যেন বাজনা বাজা দূর হ’তে,
অথচ এ সাধারণ লোকালয়ে
-মার্কিনে যেখানে আছি-
দেয়ালে ফোটোতে তুমি কোন যুগ্মতায় চেয়ে আছ
কী ক’রে ও দৃষ্টি পেলে তুমি
আবিষ্ট নদীর;
আনন্ত কোমল অক্ষি জাগা
ক্যারিলনে কম্পিত আকাশে;
বুক থেকে সোনা-লাগা ছায়া মেঘে ছেয়ে
দু-দিককে বাঁধো কান্না পারে-
মনে হয় শনিবার সন্ধ্যাবেলা
ঘরে আসি
ঘর থেকে।।