চক্ষু খুলে দেখো

তুমি চক্ষু খুলে দেখো
সব অন্ধকার একা নয়,
চোখের নিচে, চক্ষু খুলে দেখো
সব অন্ধকার একা নয়।

হুম… এ যেমন অন্ধ অন্ধকার
আলো খোঁজে শিশিরের চোখে,
দুগ্ধ খোঁজে মৃত্তিকার স্তনে
ও… সে কখনো একা নয়,
তাকে ছুঁয়ে বেজে ওঠে
ভোরেরও বেহালা।

তুমি স্বপ্ন থেকে সমুদ্রে যাও
জল থেকে জল, জলেরও শীতলে
পাতা থেকে সবুজে যাও,
অগ্নি থেকে অগ্নিরও দহনে।

তুমি মাটি থেকে আঁধারে যাও
একা থেকে একারও গভীরে,
তুমি যাচ্ছো সবখানে- যাও, একা।

কন্ঠ: বাপ্পা মজুমদার
সুর: সঞ্জীব চৌধুরী