বেহুলা

কালসাপ ঢুকেছে আমার সোনার বাসর ঘরে
সাপে দংশন করে,
বিশেষ জ্বালায় গেলাম আমি মরে
ও বেহুলা বাঁচাও আমারে।

এলোমেলো ফুল-শয্যা সাজানো বাসর
মরন বিষে জ্বলে-পুড়ে শেষ হলো অন্তর,
স্বর্ব অঙ্গ নীল হয়েছে নিভে আসে বেলা
ও বেহুলা আমার নিয়ে ভাসাও তোমার ভেলা।

জ্যান্তে-মরা পড়ে আছি জীবন নদীর পারে
ও বেহুলা বাঁচাও আমারে।

সোহাগ স্বপন মুছে দিলো গহীন অন্ধকার
কাল নিশিথে ডুবে গেল মায়াবী সংসার,
দেহ অস্তি রইল পরে নিলা শান্ত হলো
ও বেহুলা আমায় নিয়ে ইন্দ্রপুরী চলো।

প্রেম যমুনায় ভাসিয়ে আমায় নাও গো স্বর্গদ্বারে
ও বেহুলা বাঁচাও আমারে।

কন্ঠ: শুভ্র দেব
সুর: প্রণব ঘোষ