কেউ বলে ভালোবাসা

কেউ বলে ভালোবাসা সুখের নদী
কেউ বলে ভালোবাসা স্বপ্ন গীতি,
আরে কেউ বলে ভালোবাসা দখিনা হাওয়া
আজীবন মনে মনে তোমারে চাওয়া।

আর আমি বলি, ভালোবাসা
ভালোবাসা জীবনের ঝরে যাওয়া ফুল,
ভালোবাসা হৃদয়ের বেদনা বকুল।

চণ্ডীদাস পেয়েছিলো রজকিনীর মন
প্রেমে পড়ে মজনুরোতো হলো যে মরন,
যুগে যুগে প্রেমের সুখে সুখী কত জ’না
প্রেম করেও বহুজনের নাইরে ঠিকানা।

কৃষ্ণ রাধার প্রেমের লীলা জানে সর্বজন
দেবদাস দিলো জীবন পার্বতীর কারন।

কন্ঠ: কুমার বিশ্বজিৎ
সুর: নকিব খান